রাত ১১:৪৬ । রবিবার । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

pp
মে ২৫, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

সাতকানিয়া প্রতিনিধি: সারা দেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ‘- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা -২০২৫ শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়েরো সার্বিক সহযোগিতায় আজ রোববার সকাল ১১ টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী চলবে এ ভূমি মেলা।  এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, সাতকানিয়া  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী ও কানুনগো বাচ্চু মনি চাকমা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৩ দিনব্যাপী এ ভূমি মেলার প্রথমদিন রোববার অনুষ্ঠিত হয় ভূমি বিষয়ক কুইজ  প্রতিযোগিতা। এছাড়া চলবে ভূমি বিষয়ক আড্ডা ও গণশুনানি। প্রচার করা হবে ভূমি বিষয়ক ডকুমেন্টারি। এছাড়াও উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৫ টি ইউনিয়ন ভূমি অফিস সমূহে চলমান থাকবে এ কর্মসূচি। সেবা প্রার্থীদের জন্য থাকবে ভূমিকা সেবা স্টল। যেখানে সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিবেন সেবা বুথে থাকা একজন ভূমি কর্মকর্তা। বুথে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদনসহ অন্যান্য সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। গুরুত্ব দেওয়া হবে ভূমি উন্নয়ন কর আদায়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অন্যতম একটি ক্ষেত্র হলো জনবান্ধব ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ছাড়া নিশ্চিত করা হবে দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবা সমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন।

পার্লামেন্ট প্রতিদিন/ এসবি/এমআর

Design & Developed by: BD IT HOST