দুপুর ১:১০ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি

pp
এপ্রিল ১৭, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

স্পোর্টস ডেস্ক: বুরুশিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলার প্রাণান্ত চেষ্টার কথা হয়ত অনেকগুলো দিনই মনে রাখবে ফুটবল দুনিয়া। দুই দলই ঘরের মাঠে খেলেছিল অসাধারণ ফুটবল। কিন্তু, কোয়ার্টার ফাইনাল পেরুবার জন্য যথেষ্ট ছিল না সেটা। কোয়ার্টার ফাইনালে তাদের সরিয়ে আগেই সেমির টিকিট কেটেছিল বার্সেলোনা এবং পিএসজি। এবারে তাদের সঙ্গী হলো আর্সেনাল এবং ইন্টার মিলান।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্বপ্ন নষ্ট করে চ্যাম্পিয়ন্স লিগে ১৬ বছর পর সেমি নিশ্চিত করেছে আর্সেনাল। আর সান সিরোতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র ইন্টার মিলানকে নিয়ে গিয়েছে শেষ চারে।

বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান– এই চার দল থাকছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে চার লিগ থেকেই প্রতিনিধিত্ব থাকছে সেমি ফাইনালে। যেখানে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে আর বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের।

সেমির দুই লাইনআপের মধ্যে বার্সা-ইন্টারের দ্বৈরথ আগেও দেখা গিয়েছে। ২০১০ সালে সেমিফাইনালেই ইন্টারের মুখোমুখি হয় বার্সা। সেবার হোসে মরিনিওর ইন্টার মিলান ৩-২ অ্যাগ্রিগেটে থামিয়ে দেয় পেপ গার্দিওলার বার্সাকে। ইন্টারের সেবারের অপ্রতিরোধ্য যাত্রার সুবাদে রিয়াল নিজেদের ডেরায় নিয়ে আসে মরিনিয়ো। যেটা পরবর্তীতে আধুনিক ফুটবলের গতিপথ পুরোপুরি বদলে দেয় গার্দিওলা-মরিনিও দ্বৈরথের মাধ্যমে।

সেই দলের এখন আর কেউ না থাকলেও পুরাতন উত্তাপ নতুন করে নিশ্চিতভাবেই জ্বালানির যোগান দেবে বার্সেলোনাকে। সেইসঙ্গে ১০ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে না পারার যন্ত্রণাও ব্লু-গ্রানাদের সঙ্গী।

আর্সেনাল চলতি আসরে সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েই ফেলেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। ৫-১ অ্যাগ্রিগেটে হারিয়ে গানার্সরা জায়গা করে নিয়েছে শেষ চারে। ঘরোয়া লিগে নিয়মিত হোঁচট খেলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবেই ছুটছে মিকেল আর্তেতার শিষ্যরা। আর তাদের প্রতিপক্ষ পিএসজি তো এরইমাঝে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে।

পিএসজি অবশ্য এই নিয়ে টানা তিন পর্বেই খেলবে ইংল্যান্ডে গিয়ে। রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষ ছিল লিভারপুল। কোয়ার্টার ফাইনালে খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর সেমিফাইনালে তাদের খেলতে হবে আর্সেনালের বিপক্ষে।

সেমির প্রথম লেগ:
ইন্টার মিলান বনাম বার্সেলোনা (২৯ এপ্রিল, রাত ১:০০ টা)
আর্সেনাল বনাম পিএসজি (৩০ এপ্রিল, রাত ১:০০ টা)

দ্বিতীয় লেগ:
বার্সেলোনা বনাম ইন্টার মিলান (৬ মে, রাত ১:০০ টা)
পিএসজি বনাম আর্সেনাল (৭ মে, রাত ১:০০ টা)

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST