আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলীয় একটি হ্রদের তীরবর্তী গ্রামে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কাসাবা গ্রামে বন্যা এমন সময় এলো যখন মধ্য আফ্রিকান দেশটির জন্য একটি ঝুঁকিপূর্ণ মুহূর্ত চলছে। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা বছরের শুরু থেকেই পূর্বাঞ্চলে আক্রমণাত্মক কর্মকাণ্ড তীব্র করেছে। বছরের প্রথম দুই মাসে লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
দক্ষিণ কিভু প্রদেশের ফিজি অঞ্চলের প্রশাসক সামি কালোদজি শনিবার রাতে জানিয়েছেন, এলাকা থেকে প্রাপ্ত প্রতিবেদনে ‘শতাধিকের বেশি মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে।’
ক্ষতিগ্রস্ত এলাকাটি এখনো কিনশাসার প্রশাসনের অধীনে এবং এম২৩ এর অধিকৃত অঞ্চলগুলোর মধ্যে নেই।
দক্ষিণ কিভু সরকারের মুখপাত্র দিদিয়ের লুগানিয়ওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে প্রবল বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের কারণে কাসাবা নদীর তীর প্লাবিত হওয়ার সময় বন্যার ঘটনাটি ঘটে।
বিবৃতিতে ৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাসাবা এলাকাটিতে কেবল টাঙ্গানিকা হ্রদের মাধ্যমেই যাওয়া যায় এবং মোবাইল ফোন নেটওয়ার্কের আওতাভুক্ত নয়। বিষয়টি মানবিক ত্রাণ প্রচেষ্টা বিলম্বিত করতে পারে।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর