সিরাজগঞ্জ প্রতিনিধি: ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সিরাজগঞ্জের তারিন খাতুন। তারিন জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে স্থান নিশ্চিত করেন। গত রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১১১.৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে প্রথম স্থান অর্জন করে তারিন।
বেলকুচি উপজেলার উত্তর বানিয়াগাঁতী গ্রামের জাহিদুল ইসলাম ও নীলুফা বেগম দম্পত্তির কন্যা। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় তারিন। মেয়ের এমন অর্জনে কথা বলতে গিয়ে তারিনের কৃষক বাবা বলেন, তারিন অনেক ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি খুব মনোযোগ ছিলো। সবার কাছে তারিনের জন্য দোয়া চাই।
চৌবাড়ী সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আকতার জানান, লেখাপড়াসহ খেলাধুলায় বেশ অভিজ্ঞ তারিন। তারিনের এই অর্জনে বিদ্যালয়ের জন্য গৌরবের।
পিপি/ এমআর