অহিদ উদ্দিন, লন্ডন: রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট রেডব্রিজের কমিউনিটি সেবার লক্ষ্য নিয়ে কাজ করছে। শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও নেইবারহুড সম্পর্ক বৃদ্ধি করাই এই ট্রাষ্টের সদস্যদের মুল উদ্দেশ্য।
তাই প্রতিবছরই এলাকার তরুন শিক্ষার্থীদের উতসাহ প্রদান করতে জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য ছাত্রছাত্রীদের এওয়ার্ড প্রদান, বাচ্চাদের নিয়ে ডে ট্রিপ বিভিন্ন কর্মসূচি করে থাকে।
তাই গত ৩ আগষ্ট ট্রাষ্টের এক্সিকিউটিভ কমিটির অনেক সদস্য তাদের পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেন ব্রাইটন সমুদ্র সৈকতে।
ঐদিন সকাল ১০টায় ব্রাইটনের উদ্দেশ্যে কোচ রওয়ানা হয়ে সারাদিন আনন্দে দিন কাটান তারা। সকলকে স্বাগত জানান প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন ও সেক্রেটারি রোটারিয়ান শাহ শাহিনুর চৌধুরী ও ট্রেজারার এনামুল হক এনাম।
পিকনিক, বাচ্চাদের ও মহিলাদের খেলাধুলা ছিলো আকর্ষণীয়। ফিরে আসার সময় কোচে রাফেল ড্র, পুরস্কার বিতরণী বাচ্চারা ও মহিলারা খুব উপভোগ করেন।
কোচে সবাইকে আনন্দ দিতে মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, দেলোয়ার হোসেন, ডাঃ সৈয়দ মাসুক আহমেদ, আবু তারেক চৌধুরী,সহ অনেকে গান, ধাধা কৌতুক কবিতা পাঠ করেন।
আরো অনেক সদস্যদের মধ্যে ছিলেন জয়নাল চৌধুরী,মিসেস জোস্না চৌধুরী, আলিন চৌধুরী, আবু সোহেল, মহিউদ্দিন আলমগীর, নাঈম আহমদ জয়, সাদ্দাত মনির, সুফিয়া উদ্দিন, সুমাইয়া উদ্দিন, সাবরিনা মুনিম,ইকরা মুনিম,নাহিদা মিছবাহ, বাবলি আহমেদ, মি. দাউদ, মিসেস তারেক চৌধুরী, নুসরাত চৌধুরী, নুজহাত চৌধুরী, মো. নুরুজ্জামান, মিসেস আমিনা জামান,নাবিনা,আফরিন,রায়ানসহ অনেক সদস্যরা অংশগ্রহন করেন।
বিভিন্ন সংগঠনের আয়োজনে বৃটেনের বেড়ে উঠা নতুন প্রজন্মদের নিয়ে যদি প্রতিবার এইরকম সামার ডে ট্রিপ ও শিক্ষামুলক ট্রিপ যদি করা যায় তাহলে আমাদের বাচ্চাদের পরিবারের সাথে ও বাংলাদেশী সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ে আরো আগ্রহী হবে বলে অনেকে তাদের বক্তব্যে উল্লেখ করেন।
পার্লামন্টে প্রতিদিন/ এমআর