অহিদ উদ্দিন, লন্ডন: গত ১০ আগস্ট ২০২৫ ইংরেজি, রবিবার, লন্ডনের মনোরম ভ্যালেন্টাইনস পার্কে অনুষ্ঠিত হলো গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো “চারখাই সামার ফেস্টিভ্যাল ২০২৫”। প্রবাসে বসবাসরত চারখাই অঞ্চলের মানুষকে একত্রিত করার এই বিশেষ কমিউনিটি মিলন মেলা ছিলো দিনব্যাপী আনন্দ, খেলাধুলা ও সাংস্কৃতিক মিলনের এক অপূর্ব উৎসব।
সকালের শুরু থেকেই যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েলস, পোর্টসমাউথ, স্কটল্যান্ডসহ বিভিন্ন শহর থেকে আগত দুই শতাধিক অতিথির পদচারণায় মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ। আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথিদের জন্য পরিবেশিত হয় দেশীয় স্বাদের দুপুরের খাবার এবং বিকেলের চা-নাস্তা, যা প্রবাসে থেকেও এনে দেয় শিকড়ের টান ও ঘরের উষ্ণতা।
খেলা ও প্রতিযোগিতার বৈচিত্র্য: এই বছরের প্রতিযোগিতা ছিলো বয়স ও লিঙ্গভেদে নানা রঙের। পুরুষদের জন্য দৌড়, হাড়ি ভাঙা ও ফুটবল ম্যাচে ছিলো টানটান উত্তেজনা। মহিলাদের জন্য আলাদা আয়োজন—বালিশ বদল ও হাড়ি ভাঙা—উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
শিশুদের জন্য দৌড়, এগ রেস, দড়ি লাফ, ছাঁক দৌড়সহ নানা মজার খেলায় শিশুদের হাসি-আনন্দে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বুদ্ধিমত্তা যাচাইয়ের মাধ্যমে শিশুদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশে বিশেষ মনোযোগ দেওয়া হয়।
ফুটবল ম্যাচের রোমাঞ্চ: পুরুষদের ফুটবল প্রতিযোগিতা ছিলো অন্যতম আকর্ষণ। দুটি দল অংশ নিয়ে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। মাঠের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালি প্রতিফলিত হয়। বিজয়ী দলকে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার ও মেডেল।
সমাপনী ও পুরস্কার বিতরণী: অনুষ্ঠানের শেষ অংশে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিলো সবচেয়ে প্রতীক্ষিত পর্ব। বিভিন্ন আকর্ষণীয় উপহার পেয়ে বিজয়ীরা যেমন আনন্দিত হয়েছেন, তেমনি উপস্থিত দর্শকরাও ছিলেন উচ্ছ্বসিত।
উপস্থিত বিশিষ্টজন ও অতিথিবৃন্দ: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বদরুল হক চৌধুরী, জাবেদ আহমদ চৌধুরী, সিরাজ উদ্দিন, আব্দুল গনি, সিনিয়র উপদেষ্টা সাহাব উদ্দিন, উপদেষ্টা ব্যারিস্টার কালাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদসহ আরও অনেকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জনাব কাউন্সিলর ছুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রেডব্রিজ বরোর কাউন্সিলর সাইদা চৌধুরী, প্রফেসর বক্কর চৌধুরী, বাহারুল আলম মাহমুদ চৌধুরী, রোটারিয়ান শাহিন শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, সলিসিটর মনির হোসেন, সাবেক এমপি সেলিম উদ্দিন এবং ATN বাংলা, বাংলা টিভি, ION TV, টাওয়ার হ্যামলেটস ভয়েসসহ গণমাধ্যম প্রতিনিধিরা।
একতা ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন: বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের এই আয়োজন প্রবাসে থেকেও মানুষকে একত্রিত করেছে, গভীর করেছে আত্মীয়তা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন।
শেষে চেয়ারপার্সন আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম চৌধুরী সকল অতিথি ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান এই উৎসবকে সফল করার জন্য।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর