সকাল ৭:৫২ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

নেপালের শাসনব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই: কার্কি

pp
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়েছেন, শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তরুণদের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কারের দাবির প্রেক্ষাপটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

কার্কি বলেন, বর্তমান সরকারের পক্ষে এমন কোনো পরিবর্তন করা সম্ভব নয়, তাই শাসনব্যবস্থার যেকোনো সংস্কার বা পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে।

প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট করে উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাই হলো অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

তিনি আশ্বস্ত করেন, তার সরকার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবিগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে, প্রধানমন্ত্রী কার্কি দেশের সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উৎসাহের সঙ্গে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহিত করেন। সূত্র: হাব ইংলিশ।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST