সকাল ৭:৫২ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

গাজায় সামরিক কার্যক্রম ‘সীমিত’ করার নির্দেশ ইসরায়েলি সেনাদের

pp
অক্টোবর ৪, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার ঘোষণার পর ইসরায়েলি সরকার দেশটির সেনাবাহিনীকে গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও নেটওয়ার্কের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শনিবার (৪ অক্টোবর) আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, এর বাস্তব অর্থ হলো, গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইসরায়েলের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন শুক্রবার রাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি জানায়। হামাস জানায়, যুদ্ধ বন্ধ হলে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন, যাতে জিম্মিদের নিরাপদে মুক্তি দেওয়া যায়।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায় যে, তারা যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করবে। এদিকে, জিম্মিদের মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি ও আল জাজিরা

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST