সকাল ১০:০৩ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

ভেড়ামারায় ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

pp
অক্টোবর ১, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

কুষ্টিয়া প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শোভা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শোভা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে। তিনি ভেড়ামারা বিজিএম কলেজের ছাত্রী ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় শোভাকে। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার তিনি মারা যান। ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শোভা খাতুনের দুলাভাই মতিয়ার রহমান বলেন, গত ৩-৪ দিন ধরে সে অসুস্থ ছিল। গত দুদিন আগে টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। তখনই তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি হলে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে মারা যায়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দিবাগত রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শোভা খাতুন ভর্তি হয়। শনিবারই তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হাওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। ভেড়ামারাতে এটাই ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর প্রথম মৃত্যু। ডেঙ্গুর সকল লক্ষণই তার মধ্যে ছিল। বিগত ১০ দিনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৪ জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে হাসপাতালে তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

পিপি/ জেএস/ আরটি

Design & Developed by: BD IT HOST