বিকাল ৩:১৭ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

গাজীপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

pp
নভেম্বর ৮, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হলো। তারেক রহমান যুব পরিষদ, গাজীপুর জেলা কমিটির উদ্যোগে (৭.১১.২৪ইং) বৃহস্পতিবার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের আয়োজন করা হয়।

এতে সভাপত্বি করেন তারেক রহমান যুব পরিষদ গাজীপুর জেলার সভাপতি মো. হুমায়ন কবির।
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন তারেক রহমান যুব পরিষদ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে হারুন উর রশীদ বলেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাঙ্গালী জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে যদি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার উর রহমান বাংলাদেশের হাল না ধরতেন তাহলে বাংলাদেশে কখনো বাংলাদেশী জাতিয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। তাই এই ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই দায়িত্ব নিতে তারেক রহমান যুব পরিষদের সকল নেতা কর্মীদের। যাতে আগামী দিনে বাংলাদেশে বিএনপি’র মাধ্যমে বাংলাদেশী জাতিয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। আশাকরি এই তারেক রহমান যুব পরিষদই আগামী দিনে গাজীপুরে বিএনপি’র হাতকে শক্তিশালী করবে।

সভাপতির বক্তব্যে মো. হুমায়ন কবির বলেন, তারেক রহমান যুব পরিষদ তারুণ্য নির্ভর একটি আধুনিক রাজনৈতিক সংগঠন। এই সংগঠন বিএনপি’র সংবিধানকে বিএনপি’র মূল্যবোধকে তৃণমুল পর্যায়ে বাস্তবায়নের জন্য নিরবে কাজ করে যাচ্ছে। তারেক রহমান যুব পরিষদের কাজ হলো বিএনপি’র গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশী জাতিয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নের্তৃত্ব সৃষ্টি করা। যে নের্তৃত্ব বিএনপি’র হাতকে শক্তিশালী করে আগামী দিনে বাঙ্গলী জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। তাই ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। সকল তরুণকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সার্বিক সহেযাগীতায় ছিলেন তারেক রহমান যুব পরিষদ গাজীপুর জেলা কমিটির সংগঠনিক সম্পাদক বিকাশ সরকার।

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে একটি মিছিল সড়কের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করতে দেখা যায়।

এতে সাধারণ মানুষের সাথে আরো উপস্থিত ছিলেন, তারেক রহমান যুব পরিষদ গাজীপুর জেলার সহ-সভাপতি, মোশারাফ ভূঁইয়া; যুগ্ম-সাধারণ সম্পাদক- মাইনুল ইসলাম; যুগ্ম-সাংগঠনিক সম্পাদক- মো. ফয়জুল হক; দপ্তর সম্পাদক- মো. রানা আহম্মেদ; প্রচার সম্পাদক- মো. জুয়েল রানা; কার্যকরী সদস্য তামিম খান ও নিজাম উদ্দিন প্রমুখ।

পিপি/ ইটি

Design & Developed by: BD IT HOST