বিকাল ৩:২০ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

মসজিদের টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে শতাধিক আহত

pp
ডিসেম্বর ২১, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: মসজিদের টাকা নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত আনুমানিক ৫০ জনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরুব্বি তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। বর্তমানে মসজিদের কোনো কমিটি না থাকায় আলহাজ মিয়া ওই টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চান। আর তাইবুল্লাহসহ একটি পক্ষ ওই টাকা ব্যাংকে রাখতে চান। এ নিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে টঙ্গিরঘাট গ্রামে একটি বৈঠক হয়।

ওই বৈঠকে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার (২১ ডিসেম্বর) দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শতাধিক আহতের মধ্যে গুরুতর আহত আনুমানিক ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

এ ব্যাপারে ওসি বলেন, মসজিদের টাকা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’ অভিযোগের পেলে তদন্ত করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পিপি/ ইটি

Design & Developed by: BD IT HOST