বিকাল ৩:১৪ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

তারেক রহমান যুব পরিষদ টাঙ্গাইল জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

pp
জানুয়ারি ১২, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: টাঙ্গাইল শহরস্থ ফুজি ফাস্ট ফুড হোটেলে তারেক রহমান যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বাদশা শিপনের অনুমোদনে গঠিত টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গত ১১ জানুয়ারি, ২০২৫, শনিবার, বিকেল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথমে ২১ সদস্য বিশিষ্ট তারেক রহমান যুব পরিষদের টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির নির্বাচিত সদস্যদের নাম এবং পদবী উল্লেখ করা হয়।

জানা যায়, উক্ত কমিটিতে আহ্বায়ক এস.এম.রেজাউল ইসলাম সোহাগ, তিন জন যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. জাহিদ হোসেন হেলাল, মো. রফিকুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য সচিব কাজী বজলুর রহমান, দুই জন যুগ্ম সদস্য সচিব যথাক্রমে মো. মানিক শেখ এবং এ.এম.ইকবাল নির্বাচিত হয়েছেন।

কমিটিতে বাকী ১৪ জন যথাক্রমে আবুল কালাম, মো. বুলবুল ইসলাম, মো. ইয়ার মাহমুদ, মো. জহিরুল ইসলাম, কুলসুম খান মনা, নূরে আলম সরোয়ার শামীম, সানজিদা রহমান, রাবেয়া আক্তার, আব্দুল রাজ্জাক আকন্দ, মো. শামছুল হক, মো. মিজানুর রহমান, মো. জামাল মিয়া, মো. রিপন মিয়া এবং নিলা আক্তার সদস্য পদে নিযুক্ত হয়েছেন।

কমিটির সকল সদস্যর পরিচয় পর্ব শেষ হলে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে কার্যকরী কমিটি গঠনের ক্ষেত্রে তাদের কর্ম পরিকল্পনা কী ধরনের হবে এবং কত মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে মূলত এ সব ব্যাপারে প্রত্যেক সদস্য তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। এ সময় জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ তারেক রহমান যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বাদশা শিপনের সাথে মতবিনিময়ে অংশ গ্রহণ করে তারা কার্যকরী কমিটি গঠন এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার অনুপ্রেরণা লাভ করেন।

পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকবৃন্দ সকলের মাঝে খাবার পরিবেশন করেন এবং সব শেষে সকল সদস্য দিনটিকে স্মরণীয় করে রাখতে গ্রুপ ছবি তুলে ক্যামেরা বন্দী করে আলোচনা সভার সমাপ্তি টানেন।

পিপি/ ইটি

Design & Developed by: BD IT HOST