মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোমান শেখ নামের নিখোঁজ এক স্কুল ছাত্রের সন্ধান চেয়ে থানা ঘেরাওয়ের পর হামলা-ভাঙচুর চালিয়েছে তার সহপাঠী ও স্বজনরা। এ ঘটনায় থানার বিভিন্ন কক্ষ, গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজদিখান থানায় এ ঘটনা ঘটে। এসময় সিরাজদিখান থানা ও থানা প্রাঙ্গণের পাশে অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয়, কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজদিখানের থৈরগাঁও গ্রামের রোমান শেখ ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন রোমান শেখ। তাকে উদ্ধারের দাবিতে বুধবার সিরাজদিখান উপজেলা মোড়ে বেলা ১১ টার দিকে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় সহপাঠী-স্বজনরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে থানায় আসে তারা। এক পর্যায়ে বেলা ১২ টার দিকে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে পাশের শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এক ভাই ও দুই বোনের মধ্যে রোমান শেখ সবার ছোট। সংসারের অভাবের কারণে রোমান পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে রোমান।
এ ঘটনায় ২৬ জানুয়ারি রোমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলায় ২৬ জানুয়ারি ২ জন ও ৩১ জানুয়ারি ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বলেন, গ্রেপ্তার তিনজন জেলহাজতে রয়েছেন। তাদের কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের একজন কিছু তথ্য দিয়েছেন। সে মোতাবেক আমরা রোমানকে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছি। অথচ শিক্ষার্থী ও স্বজনদের ভুল বুঝিয়ে কিছু দুষ্কৃতকারী তিন-চার শতাধিক মানুষ নিয়ে থানা ও আমার কার্যালয়ে হামলা চালিয়েছে। থানা ও থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ভাঙচুর করেছে। পুলিশের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর করেছে। আমাদের পুলিশের কয়েকজন আহত হয়েছেন।
পিপি/ এমআর