লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপনকৃত ভুট্টা ক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিল কালো রং এর বোরকা ও হলুদ রং এর ওড়না। মরদেহের মাথাটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরনবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়েছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ জন্য মরদেহের পরিচয় সনাক্ত সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
পিপি/ এমআর