বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮মার্চ) সকাল ১০.৩০ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।
সকাল ১১.০০ টায় জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আবু তালেব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুপন চাকমা, নারী নেত্রী ড নাই প্রু নেলী, মহিলা সমিতির নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পিপি/ বি/ এমআর