দুপুর ১:২৩ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

পাবনায় মাজার ভাঙ্গার প্রতিবাদে “মানববন্ধন ও প্রতিবাদ” সভা

pp
মার্চ ২৩, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: পাবনা জেলার দোগাছী কায়েমকোলা নিবাসী সুফি সাধক দেলোয়ার আল জাহাঙ্গীর সুরেশ্বরীর প্রতিষ্ঠিত দরবার শরীফ ভাঙচুর, মালামাল লুট ও অগ্নিসংযোগকারী গংদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার ২৩.৩.২০২৫ইং জাতীয় প্রেসক্লাবের সামেন এই মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন- “পাবনা জেলার দোগাছী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের কাজী শাহাবুদ্দিন হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আব্দুল হাই ফারুকীর নেতৃত্বে গত তিন ধরে ফেইসবুক মিডিয়ায় ধারাবাহিক মিটিং ও প্রচার প্রচারণা চালিয়ে স্থানীয় জন সাধারণকে উষ্কে দিয়ে সাথে মাদ্রাসার শিক্ষার্থী ও উগ্রবাদী মৌলবীদের নিয়ে গত ২২ মার্চ, ২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ১০ টায় সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত বাসভবন ও খানকা শরীফে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে সবকিছু ধ্বংস করে দেয়। অথচ বিগত তিন ধরে বারবার ধর্মান্ধ হুজুগি মৌলবাদী গোষ্ঠীর এই ষড়যন্ত্র ও হামলা থেকে নিরাপত্তা পাওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারবার সাহায্যের জন্য ছুটে যাওয়ার পরও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে থেকে কোন প্রকার সহযোগিতা পায়নি। বরং ঐ এলাকার উগ্রবাদী তওহিদী জনতা মবদের পক্ষ নিয়ে ঐ এলাকার স্থানীয় পুলিশ কর্মকর্তা জোরপূর্বক ভিক্টিম সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরের কাছ থেকে মুচলেকা লিখে রাখে এবং তারা তাকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়। হামলা শুরু হবার ঠিক আগ মুহূর্তে সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীর তার বৃদ্ধা মা ও ভক্তদের নিয়ে কোন ভাবে জীবন রক্ষা করে বাড়ি থেকে বের হয়ে আসেন।

উগ্রবাদী দুর্বৃত্ত গোষ্ঠির দ্বারা সম্প্রতি সারাদেশে সুফি স্থাপনা ও সুফি সাধক দেলোয়ার আল জাহাঙ্গীর সুরেশ্বরীর দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার ন্যায্য দাবি ও অবস্থান : উপদেষ্টা সরকার, প্রশাসন, জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মাওলানা আনিসুর রহমান জাফরী গোলামে ওয়ার্সী আল জাহাঙ্গীরের পরিচালনায় এবং শাহসুফি মাওলানা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে এতে প্রতিবাদী বক্তব্য পেশ করেন সুরেশ্বর দরবার শরীফের পীর শাহ্ নুরে হাসান দিপু নুরী আল সুরেশ্বরী, সুফি আফতাব জিলানী, সুফি নাসির উদ্দিন চিশতী, ড. শাহ্ আলাউদ্দিন আলন হাক্কানী, শাহ সুফি মোস্তাক আহমাদ, শাহ্ সুফি শামসুজ্জান চৌধুরী সজীব, শাহসুফি ডা. সামশুল আলম চিশতী, শাহ সুফি লুৎফুর রহমান বাঁধন, শাহ সুফি তোফায়েল আজম, মুফতী আর এফ রাসেল আহমদ ওয়ার্সী আল জাহাঙ্গীর প্রমূখ।

পিপি / এমআর

Design & Developed by: BD IT HOST