বিকাল ৫:২৭ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

বাবা-মা হতে যাচ্ছেন নাগা-শোভিতা

pp
মে ৪, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বিনোদন ডেস্ক: গত বছরের ৪ ডিসেম্বর মডেল-অভিনেত্রী শোভিতা ঢুলিপালারকে বিয়ে করেন নাগা চৈতন্য। বিয়ের সাড়ে চার মাসের মাথায় গুঞ্জন উঠেছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। মূলত, শোভিতার একটি ছবিকে কেন্দ্র করে জন্ম নিয়েছে গুঞ্জন।

কয়েক দিন আগে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫’-এ যোগ দিয়েছিলেন শোভিতা ও নাগা। তাতে শাড়িতে দেখা যায় শোভিতাকে। এর সঙ্গে মিলিয়ে গহনা পরেন। সিঁথিতে সিঁদুরও দেখা যায়। এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শোভিতার অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা শুরু হয়ে।

সত্যি কি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শোভিতা? এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি শোভিতা কিংবা নাগা। তবে এ দম্পতির ঘনিষ্ঠজন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ খবর সত্য নয়। অদ্ভুত রকমের গল্প তৈরি করা হচ্ছে।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও তখন মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন। গত ২৯ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হয় নাগা চৈতন্য ও শোভিতার গায়েহলুদের অনুষ্ঠান। এর মাধ্যমে এ জুটির প্রাক-বিবাহের অনুষ্ঠানের সূচনা হয়। গত ডিসেম্বরে চার হাত এক হয় এই প্রেমিক জুটির।

শোভিতা অভিনীত ‘গুদাচারি’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। এ সিনেমায় শোভিতার অভিনয় দেখে মুগ্ধ হন নাগা চৈতন্যর বাবা নাগা আক্কিনেনি। পরবর্তীতে শোভিতাকে বাড়িতে আমন্ত্রণ জানান নাগা আক্কিনেনি। সেই সাক্ষাতে চলচ্চিত্র ছাড়াও জীবন নিয়ে নানা আলোচনা করেছিলেন বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান শোভিতার শ্বশুর। তবে ২০২২ সালে পারিবারিক একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ করেন শোভিতা-নাগা চৈতন্য। তারপর ডুবে ডুবে ২ বছর জল খেয়েছেন এই যুগল।

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST