বিকাল ৫:৪২ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

মিস ইউনিভার্স ২০২৪ হলেন রিয়াহ সিংহা

pp
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বিনোদন ডেস্ক: ভারতের রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রিয়াহ সিংহা। এবার তিনি গ্লোবাল মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন।

এই বিজয় উপলক্ষে মিস ইউনিভার্স ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে, যেখানে রিয়াহর জয়ের মুহূর্তকে ব্যাকগ্রাউন্ডে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের জনপ্রিয় গান ‘মাই ইউনিভার্স’ দিয়ে সাজানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।

প্রতিবেদনটিতে বলা হয়, কোল্ডপ্লে বর্তমানে ভারতের ইন্টারনেট ট্রেন্ডে অন্যতম শীর্ষে, কারণ তাদের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির প্রক্রিয়া রবিবার শুরু হয়েছে।

রিয়াহ সিংহা সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, ‘আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ শিরোপা জিতেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই স্তরে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং নিজেকে এই মুকুটের জন্য যোগ্য মনে করতে পেরে গর্বিত। আমি পূর্ববর্তী বিজেতাদের থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।’

কোল্ডপ্লের আসন্ন কনসার্টগুলো ১৮ এবং ১৯ জানুয়ারি নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একটি অতিরিক্ত শোয়ের ঘোষণা করা হয়েছে ২১ জানুয়ারি।

শুধু কোল্ডপ্লের ভক্তরাই নয়, পুরো ভারতবাসী রিয়াহ সিংহার এই জয়ের মুহূর্তটি উদযাপন করছে।

পিপি/ আরটি

Design & Developed by: BD IT HOST