বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বরাবরই দর্শকের আলোচনায় থাকেন। একসময়ের ব্যস্ত এই তারকা এখন বেছে বেছে কাজ করছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। প্রায়ই ভক্তদের সঙ্গে বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তবে এতে প্রশংসার পাশাপাশি কটাক্ষের শিকারও হতে হয় তাকে।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে সেই যন্ত্রণার কথাই তুলে ধরেছেন প্রভা। তিনি লিখেছেন, “কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সাথে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।”
শুধু তাই নয়, এমন পরিস্থিতি তার ভেতরে কেমন তোলপাড় তৈরি করে সে কথাও জানান এই অভিনেত্রী। তিনি লিখেন, “কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে, যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত।”
অভিনয় জীবনের বাইরের এই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করলেও প্রভা বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বড় পর্দার কাজ নিয়ে। প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন তিনি।
এর একটি হচ্ছে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, যার পরিচালনায় রয়েছেন সাদেক সিদ্দিকী। দুটি সিনেমার শুটিং নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন প্রভা।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর