বিনোদন ডেস্ক: দেশের নন্দিত অভিনেত্রী ডলি জহুর নাটক-সিনেমায় কয়েক দশকের অভিনয়জীবনে বারবার দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের না বলা আক্ষেপ প্রকাশ করেন এই কিংবদন্তি শিল্পী।
বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ডলি জহুর বলেন, “আমরা যারা মা-খালার চরিত্র করি, ইন্ডাস্ট্রিতে কোনো মর্যাদাই পাইনি। পারিশ্রমিক ঠিকমতো দিত না। আমার সারাজীবন শুনতে হয়েছে—টাকার জন্য কাজ করি কি না!”
২০১১ সালে সিনেমা থেকে সরে দাঁড়ানোর সময় তার ৩৪ লাখ টাকারও বেশি পারিশ্রমিক পাওনা ছিল। কাঁদতে কাঁদতে টাকা চাইলেও কোনো সাড়া মেলেনি, বরং অনেকে যোগাযোগই বন্ধ করে দেন। এমনকি যার কাছে টাকা তোলার দায়িত্ব দিয়েছিলেন, তার কাছেও পাওনা ছিলেন বলে জানা এই অভিনেত্রী।
তবে সেই পাওনা টাকা নিয়ে আর কোনো প্রত্যাশা নেই বলেই জানিয়ে দেন ডলি জহুর। তবে কারো নাম প্রকাশ করে কাউকে ছোট করেননি এই গুণী শিল্পী।
৭০ বছরে পা রাখা এই অভিনেত্রী বলেন, “সারাজীবন অভিনয় করে গেছি, কোন কাজ করে কত সম্মানী পাব—তা কখনো ভাবিনি। অভিনয়ই ভালোবাসি, তাই এখনো অভিনয় করি।”
উল্লেখ্য, ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ডলি জহুর ২০২১ সালে পেয়েছেন ‘আজীবন সম্মাননা’।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর