দুপুর ১:২২ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

pp
মে ৮, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এ সময় দুই নম্বর গেট ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট। আটকা পড়ে এসএসসি পরীক্ষর্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) সকাল পৌনে ৯টার দিকে নগরের দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের উড়াল সড়কের মুখে অবস্থান নেয় শ্রমিকেরা। তবে কোন আন্দোলনরত শ্রমিকরা কোন প্রতিষ্ঠানে কর্মরত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সকাল সাড়ে ১০টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বারবার বেতন দেওয়ার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ দিচ্ছে না। পরে তারা জানতে পারেন, বুধবার রাতে কর্তৃপক্ষ কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলেছেন। এতে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

জানতে চাইলে খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান বলেন, থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST