দুপুর ১:০৪ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

pp
মে ৯, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র।

এ ঘটনায় আহতরা হলেন-লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) ও একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র আকতার হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়। তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST