ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আক্কল আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আক্কল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান।
নিহত আক্কল আলী সোনাতলা পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোনাতলা গ্রামের আলী আজগর ও সালাম মেম্বারের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকায় শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে আক্কল আলীর মৃত্যু হয়। তাছাড়া আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ আক্কল আলীর মরদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানা পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর