দুপুর ১২:৫২ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন

pp
মে ১৯, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: দেউলগ্রামের রফি শুক্কুর তাল্লুক পরিবারে প্রথম বৃটিশ বাংলাদেশী ডাক্তার ও ডক্টর এট ডিগ্রি অর্জন করায় গ্রামবাসীর অভিনন্দন। প্রফেসর ডা. ওমর মোহাম্মদ শাফি একই সাথে ডাক্তার ও ডক্টর এট ডিগ্রি অর্জন করায় মা বাবা ভাইবোন আত্মীয় স্বজনরা অভিন্দন জানিয়েছেন।

বিশিষ্ট কমিউনিটি নেতা রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট বিয়ানিবাজার কান্সার হাসপাতালের ফাউন্ডার ট্রাষ্টি নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার ও সম্ভাবো বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন ও তার সহধর্মিণী মিসেস সুফিয়া উদ্দিন আনন্দে উচ্চসিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

গত বৃহস্পতিবার ১৫ মে অপরাহ্নে লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে মা বাবা ও ভাইবোনের উপস্হিতিতে ডক্টর মোহাম্মদ শাফি তার উচ্চতর ডিগ্রি লাভ করায় সনদ গ্রহন করেন।

অনুষ্ঠানে ডিগ্রি অর্জনকারীদের উদ্দেশ্যে হেড অব ফেকাল্টি তার বক্তব্যে বলেন এখন অপেক্ষার পালা শেষ এ পৃথিবীতে এখন আর অপেক্ষাকৃত সময় পেরিয়ে এসে, এখন শুধু অনুভুতিটুকু গ্রহন সময় ও সমাজে আরো অবদান রাখার সময়। তাই আসুন, আমরা জানাই তোমাদের বিশেষ সম্ভাষণ।

উল্লেখ্য ড. মুহাম্মদ ওমর শাফি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের ঐতিহ্যবাহি রফিশুক্কুর তাল্লুক পরিবারের সন্তান তার বাবা বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনৈতিক বাক্তিত্ব মোহাম্মদ অহিদ উদ্দিন আবগে আপ্লুত হয়ে খুশীতে কান্নাজড়িত কন্ঠে রেডিও ও টিভিতে একটি সাক্ষাতকারে বলেন আমি অনেক খুশী ও আমি গর্বের সাথে বলতে চাই আমাদের দেউলগ্রামে রফিশুক্কুর তাল্লুক পরিবারের একজন প্রথম বৃটিশ বাংলাদেশী ডাক্তার ও পাশাপাশি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে আমার ছোট ছেলে।

তাই আমি বাবা হিসেবে ও আমার সহধর্মিণী মিসেস সুফিয়া খানম উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া। মাতাপিতা ছেলের জন্য দোয়া কামনা করেন ।

হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির ফাউন্ডার সেক্রেটারি ও রেডিও টিভি বাক্তিত্ব মিছবাহ জামাল ও হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি ও পুনোভুমি সম্পাদক আবু তালেব মুরাদ ও পার্লামেন্ট প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST