নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ৫৫বছরের বাদ্শা মিয়া নামে এক ব্যক্তি।
১৯ মে সোমবার বেলা ২টায় তিনি আত্মহত্যা করেছেন লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায় ট্রেনের লাইনে। তিনি অত্র ইউনিয়নের ৮নাম্বার ওয়ার্ডের মজিদার পাড়া এলাকার মৃত রবিউল্লাহ্র পুত্র বলে জানা যায়।
পারিবারিক কলহকে কেন্দ্র করে বাদ্শা মিয়া আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্র জানায়। ট্রেনের লাইনে লাফ দিয়ে আত্মহত্যার কারনে তার দেহ দু’ভাগ হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দেহের একাংশ পাওয়া গেছে ঘটনাস্থলে। অপর অংশ পাওয়া গেছে আধা কিলোমিটার দূরে রূপবান পাড়া এলাকায়।
সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্ত করেছেন বলে জানা গেছে। বাদ্শা মিয়ার আত্মহত্যার ব্যাপারে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পার্লামেন্ট প্রতিদিন/ এনএস/ এমআর