সকাল ১০:০২ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

বোয়ালখালীতে‌ জোর করে ভূমি দখলের অভিযোগ

pp
মে ২৬, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী বাচা মিয়ার বাড়ীর মৃত দুদু মিয়ার পুত্র মো. ইদ্রিসের স্ত্রী শামশুন নাহারের বসত ভিটার জমি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে।

সুত্রে জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (দরবার দীঘির পাড়া জফুর আলমের নতুন বাড়ী) মৃত রফিক মিয়ার পুত্র মো. জফুর আলম, কালু মিয়ার পুত্র নুর মোহাম্মদ এবং নুর মোহাম্মদের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে জোর জমি দখলের অভিযোগ করেছেন মো. ইদ্রিস মিয়া।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ইদ্রিস মিয়ার জমি দখল করে বাড়ী তৈরী করে জফুর আলম। তখন অনেক দেন-দরবার করে সামাজিকভাবে বিষয়টি সুরাহা করা হয়। ইদ্রিস মিয়ার জায়গায় যদি ফজুর আলম বাড়ী করে তাহলে ফজুর আলমের জমি ইদ্রিস মিয়াকে ছেড়ে দিতে হবে। সেই মোতাবেক ইদ্রিস মিয়ার জমিতে ফজুর আলম বাড়ী করে। এখন আবার ইদ্রিস মিয়াকে দেওয়া জায়গা ফজুর আলম বিক্রি করার জন্য ফায়তারা করতেছে জানা গেছে।

এই বিষয়ে শামশুন নাহারের স্বামী মো. ইদ্রিস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জফুর আলম গং এরা আমার স্ত্রীর দানপত্রে (মাতা হতে) প্রাপ্ত জায়গা জোরপূর্বক জবর দখল করার পায়তারায় লিপ্ত আছে। ইতিপূর্বে উক্ত জায়গার বিষয় নিয়া বিবাদীদের সহিত স্থানীয়ভাবে আপোষ মিমাংসার মাধ্যমে জায়গা ভাবাটোয়ারা করা হয় এবং বিবাদীরা আমার স্ত্রীকে একপাশে জায়গা দিলে উক্ত জায়গায় আমরা মাটি ভরাট করি ও গাছপালা রোপন করি।

তিনি আরো বলেন, বিবাদীরা আমার স্ত্রীর জায়গায় ঘর নির্মাণ করে। বর্তমানে বিবাদীরা আমাদের উক্ত জায়গায় জোরপূর্বক দখল করে পাকা ওয়াল নির্মাণ করার পায়তারা করতেছে। তারই ধারাবাহিকাতায় ১৬/০৫/২০২৫ইং তারিখ সন্ধ্যা বেলায় বিবাদী আমার স্ত্রীর তপশীলোক্ত জায়গা জোরপূর্বক দখল করিয়া পাকা ওয়াল নির্মান করিতে চাইলে উক্ত বিষয় নিয়া বিবাদীদের সহিত কথাকাটাকাটি হয়। বর্তমানে ফজুর আলম গং এরা আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হয়রানি ও হুমকি দামকি দিচ্ছে।

প্রশাসনের সাহায্য নিয়েছেন কিনা জানতে চাইলে ইদ্রিস মিয়া বলেন, আমি বোয়ালখালী থানায় অভিযোগ করেছি। মহামান্য আদালত থেকে ২৫.০৫.২০২৫ইং তারিখ রবিবার ১৪৫ ধারার নোটিশ জারি করা হয়েছে। সেই আদালতের নোটিশের কপিও বোয়ালখালী থানা পাঠানো হয়েছে।

এই বিষয়ে ফজুর আলমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে বোয়ালখালী থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত পুলিশ অফিসার অভিযোগের বিষয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের কথা বলেন।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST