সকাল ১০:০২ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

গাছ থেকে জাম পাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

pp
জুন ১০, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প‌ক্ষে‌র অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) দুপু‌রে উপ‌জেলার কসবামাঝাইল ইউ‌নিয়‌নের পারকুল গ্রা‌মে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।

আহতরা হ‌লো- পারকুল গ্রা‌মের মোস্তফা সরদার(৫০), নজরুল সরদার(৪০), রতন সরদার(৩০), মিন্টু মন্ডল (২৫), রবিউল ইসলাম (৩০)। বা‌কি দুজ‌নের প‌রিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, তা‌লেব মন্ড‌লের গাছ থে‌কে জাম পাড়‌ছি‌লো আনোয়ার সরদার। এসময় তা‌লেব মন্ড‌লের ছে‌লের বৌ জাম পাড়‌তে নি‌ষেধ ক‌রে। এতে দু’প‌ক্ষে‌র মা‌ঝে কথা কাটাকা‌টির শুরু হয়। প‌রে দুই পক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ ঘটনায় উভয় প‌ক্ষে‌র ক‌য়েকজন গুরুতর আহত হ‌য়। প‌রে তা‌দের পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের উপ-সহকা‌রি ক‌মিউ‌নি‌টি মে‌ডিকেল অফিসার তিতুমীর বিশ্বাস ব‌লেন, দুপুর ২ টা পর্যন্ত হাসপাতা‌লে মারামা‌রির সাত জন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে দুজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপু‌র মে‌ডি‌কে‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পাংশা ম‌ডেল থানার ওসি মোঃ সালাহউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রেছে। গাছ থে‌কে জাম পাড়াকে কেন্দ্র ক‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। এ ‌বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়া‌ধীন র‌য়ে‌ছে।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST