সকাল ১০:০২ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

পাবনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

pp
জুন ২৭, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পাবনা প্রতিনিধি: সড়কে চাঁদাবাজিসহ শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা মটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হয় এই ধর্মঘট। শুক্রবার (২৭ জুন) দুপুরে সাড়ে তিনটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট চলমান রয়েছে।

পাবনা জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, “বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন আমাদের একজন শ্রমিককে মারধর করা হয়। ঘটনায় আমাদের একাধিক শ্রমিক আহত হয়েছেন। প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত বাস চালানো সম্ভব নয়। এর আগেও কয়েক বার তাদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরের ঘটনায় ধর্মঘট হয়েছে। নতুন করে তারা আবারও ঝামেলা সৃষ্টি করছে।”

শুক্রবার (২৭ জুন) দুপুরে পাবনা জেলা মটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু জানান, পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি সহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে দ্রুত পাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের এ কর্মসূচি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা এর স্থায়ী সমাধান দাবি করছি।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST