সকাল ১০:০২ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের শোক

pp
আগস্ট ২৩, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ ক‌রে‌ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এর চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (২৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শোক জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব।

গত ৩০ মে বাসায় আলমগীর মহিউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোক বার্তায় সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব ব‌লে‌ন, আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। পেশাগত সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে তিনি সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, ছিলেন একাধারে সম্পাদক ও সংগঠক।

বর্ষীয়ান সাংবাদিক ও নয়া দিগন্তের সাবেক সম্পাদকের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত অভিভাবক হারালাম, যিনি বিআরজেএ-এর কার্যক্রমে সব সময় নিবেদিতভাবে যুক্ত ছিলেন এবং সংগঠনের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।

সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বর্ষীয়ান সাংবাদিক ও সম্পাদক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্লামেন্ট প্রতিদিন/এমআর

Design & Developed by: BD IT HOST