বিকাল ৫:৪০ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

৪ দিন আগেই কন্যাসন্তানের বাবা হন গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা

pp
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: রাজশাহীতে গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর ৪ দিন আগে তিনি কন্যাসন্তানের বাবা হন। তার ফেসবুক পোস্টে তিনি এই খুশির খবরটি শেয়ারও করেছিলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিছু যুবক মাসুদকে ধরে রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদ ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। ২০১৪ সালে এক সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর থেকে তিনি পঙ্গুত্ববরণ করেন।

২০২৩ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে নিয়োগ দেয়। মাসুদ গত ৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জনক হন।

তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Design & Developed by: BD IT HOST