পিপি ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তার সরকার ২০২৪ সালে সামাজিক মিডিয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারের জন্য ন্যূনতম বয়সসীমা কার্যকর করতে আইন প্রণয়ন করবে।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা জানি সোশ্যাল মিডিয়া সামাজিক ক্ষতির কারণ হচ্ছে এবং এটি বাচ্চাদের প্রকৃত বন্ধু ও বাস্তব অভিজ্ঞতা থেকে দূরে নিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী জানান, ন্যূনতম বয়সসীমা নির্ধারণ আইনটি রাজ্য ও অঞ্চলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রণয়ন করা হবে।
যদিও তিনি নির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করেননি, তবে এটি ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবিসি পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ অস্ট্রেলিয়ান ১৭ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মিডিয়ার ব্যবহার সীমাবদ্ধ করা সমর্থন করেছিলেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই আইন কার্যকর হলে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি হবে, যারা সামাজিক মাধ্যমে বয়সসীমা আরোপ করবে।
তবে এই উদ্যোগের বিরোধিতা করে বিশেষজ্ঞরা বলছেন, বয়সসীমা আরোপ বাস্তবায়ন করা কঠিন হতে পারে। এছাড়া এটি কিশোর-কিশোরীদের গোপনে অনলাইনে কার্যক্রম চালাতে বাধ্য করতে পারে, যা ঝুঁকিপূর্ণ হতে পারে।
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ডিজিটাল মিডিয়া রিসার্চ সেন্টারের পরিচালক ড্যানিয়েল অ্যাঙ্গাস বলেছেন, ‘এই সিদ্ধান্ত তরুণদের ডিজিটাল জগতে অর্থবহ ও স্বাস্থ্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত করতে পারে এবং তাদের নিম্নমানের অনলাইন স্পেসে ঠেলে দিতে পারে।’
পিপি/আরটি