সাতকানিয়া প্রতিনিধি: স্কুল ও ক্লাব পর্যায়ে চাইল্ড পার্লামেন্ট এর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উক্ত `Leadership Development Training’ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতীর ৭নং ওয়ার্ডের `Child Parliament’ ক্লাবের সদস্যদের নিয়ে এই কর্মশালার যাত্রা শুরু করেন।
আজ রবিবার ৬ই অক্টোবর ২৪ইং চাইল্ড পার্লামেন্ট প্রশিক্ষণ সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রতিটি স্কুল ও ক্লাবে বছরে ৬টি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে। পার্লামেন্ট প্রতিদিন লি. এর সার্বিক সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মশালা সারা বছর চলমান থাকবে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাইল্ড পার্লামেন্ট এর পরিচালক আমেনা বেগম(এমএসএস)।
সভাপতির বক্তব্যে আমেনা বেগম বলেন, গতানুগতিক শিক্ষা দিয়ে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের লক্ষ্যে পৌছতে পারবেনা। আগামী প্রজন্মকে এগিয়ে নিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য লিডার তৈরী করা এখন সময়ের দাবী। যে নেতারা পরিবার, সমাজ, স্কুল ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সর্ম্পকে প্রাথমিক ধারণাসমুহ পাবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীর নাম হলো- জান্নাতুল বাকী ইসমা, হালিমাতুছ সাদিয়া নাহিয়া, আবদুল্লাহ সায়েম, জান্নাতুল মাওয়া নাজিহা, সামিয়া সুলতানা, সায়মা সুলতানা, আমির হামজা, তানজিদুল ইসলাম জিহান, রাকিফুল ইসলাম, তাফরিহাতুল জান্নাত, তৌফাতুল জান্নাত, তানিশা সুলতানা রিয়া, হাদিকাতুল জান্নাত, তানিয়া তাবাসসুম, আকিবুল ইসলাম, নকিবুল ইসলাম, রাহনুমা মাহবুব ইরম, জান্নাতুল নাইমা, মায়মুন জান্নাত, আফ্রাতুল জান্নাত, মো. রাফি, সুমাইয়া আক্তার, ফারিহা, মিসকাত, ওয়াকিয়তুল জান্নাত, দিহান, জিসান, মাস্তি মোত্তাকিন তকি প্রমুখ।
পিপি/ আরটি