পিপি ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে যমজ দুই শিশু, সারিনা জাহান ও সাইবা জাহান। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধ সারিনা ও সাইবা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা এবং উত্তরায় বসবাসরত ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের কন্যা। সারিনা তৃতীয় শ্রেণি ও সাইবা চতুর্থ শ্রেণিতে পড়ে।
দুর্ঘটনার পরপরই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সারিনার শরীরের ২০ শতাংশ এবং সাইবার ৮ শতাংশ পুড়ে গেছে। তারা এখন আশঙ্কামুক্ত হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সন্তানদের অবস্থা সম্পর্কে জানতে গিয়ে তাদের বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে আমার মেয়েদের পাই। আমার মেয়েগুলোর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ ৩১ জন নিহত হয়েছেন এবং অন্তত ৭৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর