রাত ১:৫৪ । শনিবার । ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

মিয়ানমারে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ১০ জন আটক

pp
মে ২, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

পিপি ডেস্ক: মিয়ানমারের রাখাইনে অবৈধভাবে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১ লা মে) সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকা দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় তাদের আটক করা হয়। এ সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।

শুক্রবার (২রা মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় বোটটিকে দেখতে পেয়ে থামার সংকেত প্রদান করলে সেটি অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

জব্দকৃত সার টেকনাফ কাস্টমস এ হস্তান্তর করা হয়েছে এবং আটক পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে উন্নত হয়েছে।

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST