নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পাওয়া গেল রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ।
২ মে শুক্রবার সকাল ৯টায় ৫৫ বছরের আকতার কামাল নামে এ ব্যক্তির মরদেহ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এ ব্যক্তি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের মৃত আবুল বশরের পুত্র বলে জানা গেছে।
সূত্রমতে, সে মানসিক ভারসাম্যহীন। অনেক দিন থেকে সে সড়কে ঘুরাঘুরি করে আসছিল। জানা গেছে তার দেহের কয়েক স্থানের হাড় ভেঙ্গেছে। মাথায়ও আঘাত পেয়েছে। ধারনা করা হচ্ছে ঘুরাঘুরি অবস্থায় সড়ক দূর্ঘটনায় মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
পার্লামেন্ট প্রতিদিন/ এমআর