নাজমুল হুদা, সুনামগঞ্জ জেলা প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন পরীক্ষিত সৈনিক হলো সুনামগঞ্জের মাহাবুবুর রহমান। তিনি দীর্ঘদিন যাবৎ বিএনপি -এর রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন পদে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদকের (সিলেট বিভাগ) দায়িত্বে ছিলেন।
পারিবারিকভাবে রক্তের সাথে মিশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের বহুদলীয় গণতন্ত্র। তার বাবা মরহুম হুমায়ুন কবির সরকার জীবদ্দশায় বিএনপি -এর রাজনীতিতে অতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি জামালগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘ ২৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন ও সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি জামালগঞ্জ উপজেলা বিএনপি -র সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করাকালীন মৃত্যুবরণ করেন।
আপাদমস্তক রাজনীতিবিদ মাহাবুবুর রহমানের সাথে কথা বললে তিনি পার্লামেন্ট প্রতিদিন কে জানান, আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বাবা মরহুম হুমায়ুন কবির, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি জীবন অতিবাহিত করেছেন। আমিও দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছি। আমার ছোট ভাই মশিউর রহমান সরকার বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। এককথায় আমরা জাতিয়তাবাদী পরিবার। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। জনগণের আশা প্রত্যাশা পূরণের লক্ষ্যেই, বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শে আগামী দিন রাজনীতি করে যাব। ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।
এলাকার সাধারণ জন সাধারণের সাথে কথা বলে জানা যায়, সুনামগঞ্জ -১ আসন থেকে যদি মাহাবুবুর রহমান সাহেবকে বিএনপি সাংসদ হিসাবে মনোনয়ন দেয় সাধারণ মানুষের প্রত্যাশার সাথে বিএনপি একজনযোগ্য প্রার্থী পাবে। তৃণমুল পর্যায়ে বিএনপি ভাবধারাকে যোগ্যতার সাথে প্রতিষ্ঠা করবে। আমরা সুনামগঞ্জের ১ আসনের সর্বস্তরের মানুষ মাহবুবুর রহমান সাহেবকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি’র শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দের প্রতি সবিনয় দৃষ্টি আর্কষণ করি।
পার্লামেন্ট প্রতিদিন/ এনএইচ/ এমআর