নাজমুল হুদা: আনিসুল হক দীর্ঘদিন যাবৎ বিএনপি’র রাজনৈতিক সংগ্রামে যুক্ত ছিলেন, দায়িত্ব পালন করেছেন অসংখ্য পদে। তিনি তাহিরপুর উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করেছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি পদে এবং বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পদে সংযুক্ত রয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদেও দায়িত্বরত আছেন।
একজন আনিসুল হক, আপামর জনতার জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে তিনি তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পালন করেছেন ন্যায় ও সততার সাথে। তারপর থেকে তিনি সাংগঠনিক দায়িত্ব পালনের বাইরেও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমুখী কর্মকান্ডে জড়াতে থাকেন। বিচরণ করেন তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলাসমূহের প্রত্যেক ইউনিয়ন থেকে ওয়ার্ডে-ওয়ার্ডে।
স্থানীয় লোকদের সাথে কথা বলাতে তারা বলেন, আনিসুল হক অত্যন্ত বিনয়ী, নিরহংকারী ও মিষ্টিভাষী লোক। সততা ও স্বচ্ছতা যার ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তিনি আমাদের পাশে থেকেছেন। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একজন আনিসুল হকের মতো সৎ লোককে আমাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাবো। আমরা সাধারণরা গণমানুষের দল বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ করি, আনিসুল হক -কে দলীয় মনোনয়ন দিয়ে আমাদের স্বপ্ন পূরণে সহযোগীতা করবেন।
পার্লামেন্ট প্রতিদিনের প্রতিনিধির সাথে কথা বলাতে আনিসুল হক বলেন, বিগত ১৬ বছর দেশবাসী স্বৈরশাসকের কবলে বন্দী ছিলেন। অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার হয়েও গণমানুষের মা বেগম খালেদা জিয়ার নির্দেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করেছি দেশবাসী -কে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত করতে।
দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম শেষে জুলাই -এ ছাত্রজনতার অভ্যুত্থানে আমরা সফল হয়েছি, দেশবাসী কে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত করতে। এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী কে সাথে নিয়ে পূর্ব ঘোষিত ৩১দফা বাস্তবায়ন করতে সক্ষম হবো। ইনশাআল্লাহ।
আমি দলীয় নেতৃবৃন্দ কে সাথে নিয়ে সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলাবাসীর ধারে ধারে বিএনপি’র ৩১দফার সুফল সম্পর্কে আলোকপাত করছি। আমি পূর্বেও এসব এলাকার পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। হাওর বেষ্টিত আমাদের এলাকা শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে রয়েছে। সুচিন্তা ও ডিপ্লোম্যাটিক পরিকল্পনায় আমাদের হাওর বেষ্টিত এলাকাগুলোর প্রতিচ্ছবি বদলে দেওয়ার দিন এসেছে।
উপজেলাসমূহের হাজার-হাজার নাগরিকের ভালোবাসায় সিক্ত হয়েছি, হচ্ছি রোজ। তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। জনগণের কল্যাণে গোটা জীবন কাজ করে যেতে চাই এবং আগামী দিন জনগণের আশা প্রত্যাশা পূরণের লক্ষ্যেই কাজ করে যাব, ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।
পার্লামেন্ট প্রতিদিন/ এনএইচ/ এমআর