সকাল ১০:১৩ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

রামোজি ফিল্ম সিটি ভৌতিক এলাকা, রাতে ঘুম হয়নি : কাজল

pp
জুন ২৪, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

বিনোদন ডেস্ক: আসন্ন ভৌতিক সিনেমা ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা।

হায়দরাবাদের এই খ্যাতনামা ফিল্ম সিটিতে ভূতের উপস্থিতি অনুভব করেছেন কাজল, নিজেই সেই দাবি করেছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে হায়দরবাদের লোকেরা বেজায় চটে যান তার উপর। চাপের মুখে পড়ে ফের বিবৃতি দিয়েছেন অভিনেত্রী।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে কাজল বলেন, “অনেক সময়ে, কোথাও গেলেই বোঝা যায়, কিছু একটা সমস্যা রয়েছে এই জায়গায়। এমন কিছু জায়গায় শুটিং করেছিলাম যে রাতে ঘুম পর্যন্ত আসেনি। মনে হয়েছিল যেন এখনই এখান থেকে বেরিয়ে যাই।”

এখানেই শেষ নয়। কাজল আরও বলেন, “রামোজি ফিল্ম সিটিকে সবচেয়ে ভৌতিক এলাকা বলে মনে করা হয়। তবে আমার ভাগ্য ভালো, আমি নিজে ভৌতিক কিছু দেখিনি।”

কাজলের এই মন্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়। অনেকেই ‘সস্তার প্রচার’ বলেও দাবি করেছেন। নেটিজেনদের বক্তব্য, হাজার হাজার মানুষ এখানে কাজ করেন। কিন্তু কেউ কোনও দিন অস্বাভাবিক কিছু অনুভব করেননি।

এই ঘটনার পর থেকে কাজলকে নিয়ে শুরু হয় একের পর এক কটাক্ষ। অনেকেই বলতে শুরু করেন, সিনেমার প্রচারের জন্যই এমন মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি।

বিষয়টি নিয়ে বাধ্য হয়ে কাজল পুনরায় বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘‘মা ছবির প্রচারে বেশ কিছু কথা বলে সেই প্রসঙ্গে ফের জানাচ্ছি, আমি রামোজিতে একাধিক ছবির শুটিং করেছি। একাধিকবার থেকেছি। সেখানে খুবই পেশাদার লোকেরা কাজ করেন। প্রচুর দর্শনার্থী আসেন সেখানে ঘুরতে। জায়গাটা একেবারে নিরাপদ।’’

পার্লামেন্ট প্রতিদিন/ এমআর

Design & Developed by: BD IT HOST