চট্টগ্রাম ব্যুরো: প্রতি বছরের মতো এই বছরও জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) মহিলা মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার ১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর আইস ফ্যাক্টরী রোডের টি এম টাওয়ারে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামি চিন্তাবিদ লেখক হাজ্জা কুসুম আক্তার ভান্ডারী।
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি হালিশহর থানার উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস। বিশিষ্ট নারী নেত্রী বেগম ফাতেমা বাদশা। ইসলামী চিন্তাবিদ উম্মে সাফা, গুলনাহার, আলিয়ুন নেসা।
উপস্থিত ছিলেন সাবেক মহিলা কমিশনার জেসমিনা খানম, প্রফেসর নার্গিস আক্তারসহ আশেকে রাসুল (স.) ও মাইজভান্ডারী তরিকার ভক্তবৃন্দ।
পিপি /আরটি