পিপি ডেস্ক: সম্প্রতি সন্তোষ দাস গুপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হয়েছেন।
একজন জনহিতৈষী সন্তোষ দাস গুপ্ত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কল্যাণ সংস্থার সাথে জড়িত। এদের মধ্যে অগ্রপথিক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রশাসনিক উপদেষ্টা, মুক্তি চট্টগ্রামের সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মিশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তেজগাঁও সনাতন ছাত্র ও যুব সমাজ উন্নয়ন পরিষদ চট্টগ্রামের মেধাবী সন্তান সন্তোষ দাস গুপ্তকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তার এই কৃতিত্বের মাধ্যমে কল্যাণ ট্রাস্ট সামগ্রিকভাবে দেশের মানুষকে আরও বেশি সেবা দিতে সক্ষম হবে।
উল্লেখ্য যে, সন্তান সন্তোষ দাস গুপ্ততের বাড়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে তিনি দীর্ঘদিন ঢাকার তেজগাঁও এলাকায় বসবাস করে আসছে।
পিপি/ ইটি