বিকাল ৩:২৬ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠিত

pp
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিবেদক: মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন” করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার পল্টনস্থ আল ফাহাম রেস্টুরেন্ট-এ মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

মুফতি মুহাম্মদ ছালেহ্ সুফিয়ান মাইজভান্ডারী ফরহাদাবাদীর সভাপতিত্তে ড. মাওলানা আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় এতে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, এই প্রতিরোধ কমিটির আহ্বায়ক সদস্য থাকবেন দেশের সকল দরবার শরীফের পীরসাহেবগণ এবং ভক্ত অনুসারীগণ হবেন এই প্রতিরোধ কমিটির চালিকা শক্তি।

সারাদেশের সকল দরবার শরীফের পীর ও তরিকতপন্থীগণের মাঝে বৃহত্তর ঐক্য গঠনের মনভাব তৈরির লক্ষে- ১৩ সদস্য বিশিষ্ট মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়৷

মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়কেরা হলেন-. ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, শাহ্ সুফি শামসুজ্জামান সচিব চৌধুরী, বেনজির শাহ নুরী আল সুরেশ্বরী, মাওলানা রফিকুল ইসলাম বাঙ্গালী, সুফি নাসির উদ্দিন চিশতী, কামরুল ইসলাম দেওয়ানবাগী, মাওলানা মুহিুদ্দিন চিশতী নেজামী, সুফি কিরণ শাহ্ চিশতী নিজামী বিন ইস্রাফিল শাহ্ কাজি হিমেল শাহ চিশতী, কালান্দার শাহ্ আব্দুশ শহিদ চিশতী, মুফতী আসাদুজ্জ্মান সুফিবাদী, ফকির শাহ মো: আব্দুল কাউয়ুম মাইজভান্ডারী, এস এম জোবায়ের হোসেন। সার্বিক যোগাযোগ : 01712644490, 01677136333, 0 1746 603232, 01786408035, 01710925009, 01710527778.

Design & Developed by: BD IT HOST