বিকাল ৩:০০ । বৃহস্পতিবার । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ । ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

মাজার ভাঙ্গছেন, মসজিদও কি ভাঙ্গবেন?

pp
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

ড. আনিসুর রহমান জাফরী: আমরা চ্যালেঞ্জ করে বলছি। যারা মাজার শরীফ ভাঙ্গচুর করছেন আপনারা পূর্ণ শরিয়তে নাই। শরিয়তে মাজার ভাঙ্গার হুকুম নাই। মাজার ভাঙ্গছেন, মসজিদও কি ভাঙ্গবেন?
لَا تَقُمۡ فِیۡهِ اَبَدًا ؕ لَمَسۡجِدٌ اُسِّسَ عَلَی التَّقۡوٰی مِنۡ اَوَّلِ یَوۡمٍ اَحَقُّ اَنۡ تَقُوۡمَ فِیۡهِ ؕ فِیۡهِ رِجَالٌ یُّحِبُّوۡنَ اَنۡ یَّتَطَهَّرُوۡا ؕ وَ اللّٰهُ یُحِبُّ الۡمُطَّهِّرِیۡنَ
আপনি (ঐ মসজিদে) সেখানে কখনো (সালাত কায়েম করতে, দাঁড়াবেন না যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত নয়) দাঁড়াবেন না। অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশী হকদার যে, আপনি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন।  ( সুরা তাওবাহ্ ১০৮ নং আয়াত)

সমাজে এই ধরনের মসজিদ আছে কি নাই? যেখানে কমিটির দলাদলি, তাকওয়ার লেশ মাত্রও নেই। ইতিমধ্যে বহু মসজিদের কমিটি ও ইমাম রদবদল হয়ে গেছে। তার মানে হলো এতোদিন কমিটি ছিলো, এক দলের। বর্তমানে অন্যদল। যেই ইমাম আগের দলের তেল মেরে চাকুরী করেছে। তাদের ক্ষমতা শেষ, ইমামের তেল মারা অকার্যকর, নতুল তেলবাজ ইমামের নিয়োগ।

অনেক মসজিদ সরকারী জায়গায়, অনেক মসজিদের জায়গা নিয়ে মামলা আছে, অনেক মসজিদ কমিটির একগ্রুপ আরেক গ্রুপের নামে, জিডি/মামলা করা আছে। কোরআন মতে ঐ সকল মসজিদ কি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত? এগুলোও কি ভাঙ্গবেন ? আমি মসজিদ মাদ্রাসা মাজার কোনো কিছুই ভাঙ্গচুরের পক্ষে নই। আমি সংস্কারের পক্ষে।

অতি দুঃখের সাথে মুসলমান ভাইদের বলতে হচ্ছে যে, এক ইসলাম তেহাত্তর ফেরকায় অনেক আগেই ভাগ হয়ে গেছে। যদি পীর-মুরিদি, মাজার, অলী-আউলিয়া বা ওরশের বিরােধিতা আপনি করেন তবে অবশ্যই আপনাকে বলবার অধিকার আছে যে, আপনি কোন ফেরকার মুসলমান ওহাবি ফেরকার, না কাদিয়ানি, না শিয়া, না বাহাই, না মােতাজিলা, না আশারিয়া, না গাবারিয়া, না মালামাতিয়া, না জাবারিয়া, না বাটালভি, না চাক্রালভি, না নাচার, না বৌরি, না ইসমাইলিয়া, না বুরহানিয়া, না নুসাইরি, না সাস ইমামি, না খারেজি, না ইয়াজিদি, না দ্রুজ, না দেওবন্দি?

তিন কুড়ি তের ফেরকার কোন ফেরকার মুসলমান আপনি? যেদিন সবগুলাে ফেরকার অবসান ঘটিয়ে এক ইসলামে সবাইকে আনতে পারবেন, সেদিনই আপনার সমালােচনা সাদরে গ্রহণযােগ্য হতে বাধ্য। কারণ আমাদের ধর্ম একটি, কোরান একটি এবং নবিও এক- অথচ লজ্জাজনক তেহাত্তরটি ফেরকা কেন?

ড. আনিসুর রহমান জাফরী, চেয়ারম্যান, বিশ্ব মানবতা ও সংহতি ফাউন্ডেশন। 

Design & Developed by: BD IT HOST