সন্ধ্যা ৭:৫৮ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

সোনাগাজীতে যুবলীগ নেতা আমজাদকে কুপিয়ে হত্যার চেষ্টা

pp
সেপ্টেম্বর ৭, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ফেনী প্রতিনিধি: সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ হোসেন সুমন (৩৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুঞা বাজার রাস্তার উপর এ ঘটনা ঘটে।

সে চর ছান্দিয়া গ্রামের হাফিজ উল্যাহর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানান তার ভাই জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ।

তিনি জানান, আওয়ামী পরিবারের লোক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন, তবে সুমনের বিরুদ্ধে কারো কোন অভিযোগ ছিল না। শুধু আ.লীগের সমর্থক হওয়ায় চরছান্দিয়া গ্রামের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করেছে। হামলাকারীরা সকলে সশস্ত্র ছিল। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাছলিম হোসাইন জানান, লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Design & Developed by: BD IT HOST