কালা চাঁন শাহ:
কিছু শিক্ষিত সমাজের বিগড়ে যাওয়া উগ্রবাদী মানুষের উদ্দেশ্য বলছি। আপনারা সবসময়ই আল্লাহর পরিচয় দেন।। না আপনি পীর ভক্ত না আল্লাহ ভক্ত? আপনারা আল্লাহ মানেন না অলী ও মানেন না আপনারা মধ্যপন্থা অবল করেন। এবং সময় সুযোগে শুধু খোঁচা মারার কাজটাই করে যান। কোন পীর অলি আল্লাহকে ব্যঙ্গ করতে আপনাদের বিন্দুমাত্র গায়ে লাগেনা। আপনারা যখন-তখন যে কোন মাদ্রাসার দ্বীনি হুজুরদের কে নিয়েও ট্রল করতে বিদ্যাবোধ করেন না । পীর বাবার দরবারে গান শুনলে আপনাদের মাথার তাঁর ছিড়ে যায়।
আবার মসজিদে যখন আজান হচ্ছে তখন নিজেরাই কানে হেডফোন ব্লুটুথ গুজিয়ে দিয়ে নিজেকে উপভোগ করেন! পীর বাবাকে বাবা বললে আপনাদের গা জ্বালা ধরে? বলেন নিজের বাবা মায়ের খবর নেয় না অথচ অন্যকে বাবা বলে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া এবং পূর্ববর্তী দেখে আসছি আপনারা নিজেদের জন্মের পিতা-মাতাকে তার সম্মান দিতেই জানেন না। অন্য ব্যক্তি বা বুজুর্গগণকে কি করে পিতা বলবেন?আপনারা না ইসলামের উপকার করছেন না ইসলামের জন্য ভালো কিছু করছেন, না ইসলামকে ভালো করে প্রচার করছে,, না সঠিক ইসলামটা কে নতুন করে তুলে ধরছেন আপনারা ডালের শেষ পাতে ফোড়নের কাজটাই সর্বদা করে যাচ্ছেন।
আপনারা কোন পীর বাবাকে বিড়ি, সিগারেট , গাঁজা খেতে দেখলেন ইসলামের দোহাই দিয়ে নানাভাবে ট্রল করে যান।অথচ বাবার বয়সী একজন মুরুব্বির সামনে পায়ের উপর পা দিয়ে সিগারেটের ধোয়াটা তার নাকের সামনে উড়িয়ে দিতে আপনাদের দ্বিধা বোধ হয় না। আপনারা তো পোশাকের মধ্যে সভ্যতাকে খুঁজে বেড়ান? তবে অতীত থেকে বর্তমান সমাজে তো বস্ত্রহীন মানুষ খুব কমই আছে? তবে সমাজ সভ্যতা কেন পাইনি?
আপনারা হাদিস দলিল দিয়ে ইসলামকে পালন করেন কিন্তু মনগড়া হাদিস দলিল দিয়ে যখন ইসলামকে নিজেদের মনমতো প্রচার করা হচ্ছে তখন কেন আপনাদের দৃষ্টি পড়ে না? আপনারা মানসিক ভারসাম্য কোন ব্যক্তিকে উলঙ্গ দেখলে খুব তামাশা করেন! যেখানে আপনাদের পুরো সমাজটাই উলঙ্গ! আপন দৃষ্টিভঙ্গি বদলান পোশাক সভ্যতা শিক্ষিত হলেই বা টুপি জুব্বা লম্বা দাড়ি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই যে সে মানুষ হয়ে গেছে এমনটা ভাবা থেকে বিরত থাকুন।
পিপি/ ইটি