সকাল ৮:০০ । মঙ্গলবার । ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ । ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. খোলা কলাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. পর্যটন
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত

পৃথিবী থেকে একদিন সকল প্রকার বর্ণবিদ্বেষ ও মৌলবাদ ধ্বংস হবে

pp
জানুয়ারি ১১, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বর্মন স্নিগ্ধা: কোনো একটি কারণে আমাকে একবার হরিয়ানার কুরুক্ষেত্রে যেতে হয়েছিল। সেখানে দেখেছি, অনেক লোক বাঙালিকে সহ্য করতে পারেন না। তাঁদের কাছে বাঙালি মানে বাংলাদেশ থেকে পালিয়ে আসা মাছখোর জাতি। অনেকেই মনে করেন, পশ্চিমবঙ্গের সকল মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তাঁরা ভারতকে ভেঙে বাংলাদেশের সাথে যুক্ত করবেন, তাই বাঙালিরা ভালো নয়। বাঙালিদের নিয়ে নানান ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ শুনেছি; জানি না, তাঁরা হয়তো এসব করে আনন্দ পান। মোটকথা, তাঁদের কাছে বাঙালি মানেই একটি ‘ম্লেচ্ছ বিশ্বাসঘাতক জাতি’।

সবাই খারাপ বলে, অথবা বাঙালিদের সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা রাখে— বিষয়টি তেমন নয়। অনেক উচ্চশিক্ষিত এবং ভালো মানুষ আছেন, যাঁরা বাংলার ইতিহাস, ভূগোল সবকিছু ভালোভাবেই জানেন। তাঁরা রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, বিবেকানন্দ, বাংলার সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল। যাঁরা কম শিক্ষিত অথবা বিভিন্ন কুসংস্কার, কুশিক্ষায় আক্রান্ত, তাঁরাই এমন ধরনের নিম্নরুচির বিকৃত চিন্তাভাবনা করেন।

মধ্য এবং উত্তর ভারতের বেশ কিছু জায়গায় সংখ্যালঘু, দলিত ইত্যাদি জনগোষ্ঠীর উপর অত্যাচারের প্রমাণ বহুবার পাওয়া গেছে; এসব ঘটনা নতুন নয়। যাঁরা ভালো মানুষ, তাঁরা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন; ভালো মানুষ না থাকলে দেশ চলতো না। তবে, এদিকের রাজ্যগুলিতে তুলনামূলকভাবে বর্ণবিদ্বেষী মানুষের সংখ্যা বেশি। জন্মের পর থেকেই তাঁদেরকে বিদ্বেষ শেখানো হয়, অথবা তাঁরা যেরকম সামাজিক পরিবেশে বেড়ে ওঠেন, সেখানকার মানুষজনই তেমন।

বর্ণবিদ্বেষীরা, ধর্মবিদ্বেষীরা শুধু সেখানে সীমাবদ্ধ নয়, পুরো পৃথিবীতেই ছড়িয়ে আছে। আপনার কি মনে হয়, বাঙালিরা সবাই ভালো? এখানে বর্ণবিদ্বেষী, মৌলবাদী লোকজন নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমিও নিজে বেশ কয়েকবার তাঁদের দ্বারা আক্রান্ত হয়েছি। আসলে, মৌলবাদ বা বর্ণবিদ্বেষের কোনো রূপ, রং, ধর্ম, সীমানা নেই।

আমি দেখেছি, বাংলাদেশি জিহাদি মৌলবাদীদের দ্বারা সেখানকার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন, দেখেছি অন্ধ ভক্ত মৌলবাদীদের দ্বারা ভারতের সংখ্যালঘুদের আক্রান্ত হতে। যাঁরা সত্য গোপন করেন, তাঁরা এসব ঘটনা অস্বীকার করেন অথবা তাঁরা জেনে-বুঝেই মৌলবাদ, বর্ণবিদ্বেষের পক্ষ নেন।

তবে, এটুকু আশার কথা যে, অন্ধকারের বিপরীতে আলো থাকে। আশা করবো, পৃথিবী থেকে একদিন সকল প্রকার বর্ণবিদ্বেষ এবং মৌলবাদ ধ্বংস হবে, ধ্বংস হবে তাঁদের ধারক ও বাহকেরা।

পিপি/ইটি

Design & Developed by: BD IT HOST